বাংলাদেশের মুখরক্ষার চেষ্টা মোসাদ্দেকের ব্যাটে

|

ছবি: সংগৃহীত

মোসাদ্দেক হোসেন ও মাহমুদউল্লাহর ৩৬ রানের জুটিতে কিছুটা আশার সঞ্চার হয়েছিল বাংলাদেশ শিবিরে। কিন্তু এর মাঝেই রশিদ খান এসে ফেরালেন মাহমুদউল্লাহকে। মূলত মুজিব ও রশিদ খানের বোলিংয়ের সামনে অসহায় বনে খুঁড়িয়ে খুঁড়িয়ে এগোচ্ছে বাংলাদেশের ইনিংস। প্রতিবেদনটি লেখার সময় বাংলাদেশের রান ছিল ১৮.৪ ওভারে ৬ উইকেট হারিয়ে ১১৫ রান।

ভয়ডরহীন ক্রিকেট খেলার ঘোষণা এসেছিল টাইগারদের পক্ষ থেকে। তবে সেই গর্জনকে এখন পর্যন্ত অসার বলেই প্রতীয়মান করে একদিকে উইকেট হারাচ্ছে বাংলাদেশ, অন্যদিকে মোসাদ্দেকের পাল্টা আঘাতে একশো রান পেরিয়ে গেছে টাইগাররা। মুজিব উর রেহমানের ৩ উইকেটের পর রশিদ খানও নিয়েছেন সম সংখ্যক শিকার। একে একে তিনি আউট করেছেন মুশফিকুর রহিম, আফিফ হোসেন ও মাহমুদউল্লাহকে।

৫৩ রানে ৫ উইকেট হারানোর পর উইকেটে এসে মারমুখী ব্যাট করে রানরেট এই ইনিংসে প্রথমবারের মতো ৬’র উপর নিয়ে যান মোসাদ্দেক। ৩৬ রানের জুটি গড়ে ইনিংস মেরামতের চেষ্টার মাঝেই আউট হন মাহমুদউল্লাহ। ২৭ বলে ২৫ রান করে আউট হয়েছেন এই অভিজ্ঞ ব্যাটার। এখন মোসাদ্দেকের সাথে ব্যাট করছেন মেহেদী হাসান। দারুণ ব্যাট করে অর্ধশতকের দ্বারপ্রান্তে এখন মোসাদ্দেক।

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply