রাজবাড়ী সরকারি মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নেই বিশেষজ্ঞ চিকিৎসক, দ্রুত নিয়োগের দাবি

|

বিশেষজ্ঞ চিকিৎসকের অভাবে থমকে গেছে রাজবাড়ী সরকারি মা ও শিশু কল্যাণ কেন্দ্রে প্রসূতি মায়েদের চিকিৎসা সেবা কার্যক্রম। দক্ষ চিকিৎসকের অভাবে হাসপাতালটিতে অস্ত্রোপচার বা স্বাভাবিক প্রসব কোনো ক্ষেত্রেই সেবা পাচ্ছেন না প্রসূতি মায়েরা। এ অবস্থায় দ্রুত চিকিৎসক নিয়োগ দিয়ে সংকট সমাধানের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

জানা গেছে, হাসপাতালটিতে সর্বশেষ ২০২১ সালের ৮ মার্চ সার্জন চিকিৎসক বদলি হয়েছেন। তারপর থেকেই এখানে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। প্রসূতি মায়েদের অস্ত্রোপচার ও স্বাভাবিক প্রসবের সুযোগ এখানে না থাকায় মোটা টাকা নিয়ে অন্য ক্লিনিক কিংবা হাসপাতালে ছুটতে হচ্ছে তাদের।

প্রসূতি মায়েদের প্রসব সংক্রান্ত সেবা চালু করার জন্য জরুরি ভিত্তিতে সার্জন নিয়োগ প্রয়োজন বলে জানিয়েছেন হাসপাতালটির এফডব্লিউভি হোসনেয়ারা বেগম। তবে এ সংকট সমাধানে চেষ্টা চলছে উল্লেখ করে জেলা পরিবার পরিকল্পনা অধিদফতরের উপ-পরিচালক গোলাম মো. আজম বলেন, এ হাসপাতালের জন্য হেলথের চিকিৎসক নয়, পরিবার পরিকল্পনা বিভাগের চিকিৎসক প্রয়োজন। এ মুহূর্তে আমাদের হাতে এমন কোনো চিকিৎসক নেই। নতুন করে ৩৩০ জন চিকিৎসক নিয়োগ পাওয়ার পর এখানে চিকিৎসক দেয়া সম্ভব হবে।

অস্ত্রপোচার বন্ধ থাকলেও প্রসূতিদের অন্যান্য সেবা চালু আছে হাসপাতালে। তবে, দক্ষ চিকিৎসকের অভাবে সেই চাপও কমেছে অনেকটাই।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply