সুইস ব্যাংকে অর্থ জমাকারীদের বিষয়ে বাংলাদেশ কোনো তথ্য চায়নি, এই বক্তব্যের পর সুইস রাষ্ট্রদূত দুঃখ প্রকাশ করেছেন এবং হাইকোর্টের প্রতিবেদন জমা হয়েছে; এমন সংবাদ প্রকাশিত হলেও এ বিষয়ে কোনো প্রতিবেদন জমা হয়নি আদালতে।
বুধবার (৩১ আগস্ট) হাইকোর্টের বিচারপতি নজরুল ইসলাম তালুকদারের নেতৃত্বাধীন দ্বৈত বেঞ্চ এ বিষয়ে জানতে চান। দুদক আইনজীবী গত ২২ আগস্ট পররাষ্ট্র মন্ত্রণালয়সহ কয়েকটি পক্ষের একটি ইন্টারনাল মিটিংয়ের কথাবার্তার বিষয়ে আদালতে বক্তব্য উপস্থাপন করেন।
আদালত স্পষ্ট বলেন, কোনো লিখিত প্রতিবেদন ছাড়া একটি মিটিংয়ে কী মৌখিক অভিমত ব্যক্ত হলো, সেটি আদালতের দেখার বিষয় নয়। আদালত কেবল লিখিত প্রতিবেদন গ্রহণ করবে। এদিকে সুইস ব্যাংক সম্পর্কিত প্রতিবেদনে কর্মকর্তার নাম ও স্বাক্ষর সঠিকভাবে না থাকায় হাইকোর্টের তলবে আদালতে উপস্থিত হয়েছেন বিএফআইইউ এর প্রধান মাসুদ বিশ্বাস। পরবর্তীতে তিনি আদালতের কাছে দুঃখপ্রকাশও করেন।
/এমএন
Leave a reply