রাশিয়ার সাথে সামরিক মহড়ার সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রের উদ্বেগ

|

সংবাদ বিবৃতিতে কথা বলছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জ্যঁ পিয়েরে।

রাশিয়ার সাথে মহড়ায় অংশ নিতে সম্মতি দেয়া দেশগুলোর সিদ্ধান্তে উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (৩০ আগস্ট) হোয়াইট হাউসের পক্ষ থেকে এ সংক্রান্ত একটি বিবৃতি দেয়া হয়েছে। খবর রয়টার্সের।

সোমবার (২৯ আগস্ট) রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতির পর এমন প্রতিক্রিয়া জানালো ওয়াশিংটন। বিনা উস্কানিতে যখন ইউক্রেনে নৃশংসতা চালাচ্ছে রাশিয়া, সে সময়ে দেশটির সাথে সামরিক মহড়ায় অংশগ্রহণ কতোটা যুক্তিসংগত তা নিয়ে প্রশ্ন তুলেছে বাইডেন প্রশাসন। এদিন বিশেষভাবে ভারতের নাম উল্লেখ করা হয়।

সম্প্রতি, ভারত, চীন, বেলারুশ, তাজিকিস্তানসহ বেশ কয়েকটি মিত্র দেশের সাথে ৭ দিনব্যাপী বিশাল এক যৌথ সামরিক মহড়ার ঘোষণা দেয় রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। দেশটির পূর্বাঞ্চল, জাপান সাগরসহ বেশ কিছু জায়গায় স্থল, আকাশ এবং নৌপথে সামরিক সক্ষমতা প্রদর্শন করবে দেশগুলোর কমপক্ষে ৫০ হাজার সেনা। এতে ১৪০টি যুদ্ধবিমান, ৬০টি রণতরীসহ থাকবে বিভিন্ন ধরনের অস্ত্রের অন্তত ৫ হাজার ইউনিট। এ লক্ষ্যে এরই মধ্যে দেশটিতে পৌঁছে গেছে চীনের সেনা সদস্যরা।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply