Site icon Jamuna Television

মাদরাসাছাত্রকে হত্যার দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদণ্ড

দণ্ডপ্রাপ্ত দুই আসামি।

সিনিয়র করেসপনডেন্ট, নারায়ণগঞ্জ:

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদরাসাছাত্র আকাশ হত্যা মামলায় দুই আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে জেলা ও দায়রা জজ আদালত। একই সাথে তাদেরকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের নিদের্শ দেয়া হয়েছে। দণ্ডপ্রাপ্তরা হলেন, হবিগঞ্জের ছোট বহুলা গ্রামের জান্নাতী বেগম ওরফে শাবনুর ও তেঘরিয়া এলাকার সিদ্দিক আলী। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

বুধবার (৩১ আগস্ট) সকালে জেলা ও দায়রা মুন্সি মোহাম্মদ মশিয়ার রহমানের আদালত এ রায় দেন। আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, পাওনা টাকার নিয়ে দ্বন্দ্বের জেরে ১৭ বছর বয়সী মাদরাসা পড়ুয়া ছাত্র আয়বুর রহমান খোকন ওরফে আকাশের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে জান্নাতী বেগম। এক পর্যায়ে ২০২১ সালের ৪ এপ্রিল আকাশকে হবিগঞ্জ থেকে নারায়ণগঞ্জের রূপগঞ্জের বরাত এলাকায় এনে খাবারের সাথে নেশাদ্রব্য মিশিয়ে অচেতন করে গলায় ফাঁস লাগিয়ে হত্যা করা হয়।

এ ঘটনায় নিহতের বাবা চারজনকে আসামি করে মামলা করেন। মামলার আসামিরাও আদালতে তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। মামলার চার আসামির মধ্যে জান্নাতী ও সিদ্দিক নামে দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সাথে তাদেরকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের নিদের্শ দেয়া হয়েছে।

মামলার অপর দুই আসামি সাবিনা ও সুমন অপ্রাপ্তবয়স্ক হওয়ার তাদের বিরুদ্ধে সিদ্ধান্ত নেবেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল আদালত। তবে এ রায়ে সন্তুষ্ট নয় নিহতের পরিবার। নিহত আকাশের বাবা জানান, তিনি আদালতে আসামিদের ফাঁসি দাবি করেছিলেন।

এসজেড/

Exit mobile version