বাংলাদেশে বিটিএসের জনপ্রিয়তায় অবাক হয়েছেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত

|

বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জ্যাং কিউন।

বাংলাদেশে বিশ্বখ্যাত কে পপ ব্যান্ড বিটিএসএর জনপ্রিয়তায় অবাক হয়েছেন বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জ্যাং কিউন।

বুধবার (৩১ আগস্ট) রাজধানীর প্রেসক্লাবে ডিক্যাব টকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাংলাদেশে বিটিএসের জনপ্রিয়তা প্রসঙ্গে নিজের অনুভূতি ব্যক্ত করেন তিনি।

বিটিএস বাংলাদেশে আসবে কি না? এমন প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত লি জ্যাং কিউন বলেন, আগামী বছর বিটিএসের বাংলাদেশে আসার ব্যাপারে এখানকার স্থানীয় মিডিয়ার বিভিন্ন রিপোর্ট দেখে আমি বেশ অবাক হয়েছি। আমি সবগুলো রিপোর্ট পড়েছি, আমার বেশ অবাক লেগেছে। বিটিএসের বাংলাদেশে আসার ব্যাপারে আমি নিশ্চিত করে আপাতত কিছু বলতে পারছি না। তবে কে পপ নিয়ে বাংলাদেশি তরুণদের যে আগ্রহ দেখেছি তাতে আমরা আনন্দিত। বাংলাদেশের তরুণ প্রজন্ম কোরিয়ান সংস্কৃতিতে যে আগ্রহ দেখাচ্ছে তা আমাদের জন্য খুশির ব্যাপার। আমরা দুই দেশের সাংস্কৃতিক বিনিময় নিয়ে কাজ করতে চাই। আমরা ইতোমধ্যেই বেশ কিছু প্রোগ্রাম আয়োজন করেছি। একজন জনপ্রিয় বাংলাদেশি ইনফ্লুয়েন্সার এই মুহূর্তে কোরিয়া সফর করছেন, উনি বাংলাদেশিদের জন্য কে পপ ও কে কালচারের কী কী আনছেন তা জানতে আমি খুবই আগ্রহী।

তিনি আরও বলেন, আগামী অক্টোবরে কোরিয়ার জাতীয় দিবস উদযাপন করা হবে। বিটিএসের ব্যাপারে এখনই নিশ্চিত করে কিছু বলতে পারছি না, তবে জনপ্রিয় কিছু কে পপ দলকে এ উপলক্ষ্যে ঢাকায় আমন্ত্রণ জানিয়েছি।

রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশে এই মুহূর্তে ১৩০০ কোরিয় নাগরিক রয়েছেন। এখানে আমাদের যে কমিউনিটি রয়েছে তারা আগামী মার্চ মাসে কোরিয়া উইক আয়োজন করতে যাচ্ছেন এবং সে উপলক্ষ্যে তাদের বেশ কিছু পরিকল্পনা রয়েছে। কিছু বিখ্যাত কে পপ গ্রুপকে আমন্ত্রণ জানানোর পরিকল্পনা তাদের। দক্ষিণ কোরিয়ার ৫০তম জাতীয় দিবস উপলক্ষ্যে সামনে আরও বড় আয়োজন করা হতে পারে বলেও জানান তিনি।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply