দক্ষিণ আমেরিকার দেশ মেক্সিকোর মানবাধিকার সংগঠনগুলো কর্তৃক আয়োজিত এক কর্মসূচি অপহরণ প্রতিরোধে সরকারের কড়া পদক্ষেপ দাবি করেন নিখোঁজ হাজারো মানুষের স্বজনরা।
মঙ্গলবার (৩০ আগস্ট) ‘আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস’ উপলক্ষে মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতে বিক্ষোভ করেন তারা।
এদিন, মেক্সিকো সিটির স্বাধীনতা স্তম্ভের সামনে অবস্থান নেন অপহৃতদের স্বজনরা। প্ল্যাকার্ড হাতে দাবি জানান নিখোঁজ স্বজনদের সন্ধানের। এ সময় প্রশাসনের দুর্বলতার বিরুদ্ধে ক্ষোভ ঝাড়েন তারা। দায়ীদের গ্রেফতার ও কঠোর শাস্তির দাবিও জানান তারা।
প্রসঙ্গত, সরকারী হিসেব অনুযায়ী মেক্সিকোয় এই মুহূর্তে নিখোঁজ রয়েছেন এক লাখের বেশি মানুষ। দেশটিতে প্রায় নিয়মিতই ঘটে হত্যা ও গুমের মতো ঘটনা। বিশেষ করে মাদক চোরাচালান নিয়ে বিভিন্ন কার্টেলের দ্বন্দ্বের জেরে হয় বড় ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড।
এর আগে, ২০১৪ সালে ৪৩ জন শিক্ষার্থী গুমের ঘটনায় জড়িত থাকার অভিযোগে সম্প্রতি এক শীর্ষ কৌসুলিকে আটক করা হয়েছে।
/এসএইচ
Leave a reply