নিজ ধর্মকে সম্মান জানিয়ে বিয়ার হাতে নেননি মানে ও তার মুসলিম সতীর্থ

|

ছবি: সংগৃহীত

নিজের ধর্ম ইসলামের প্রতি সম্মান প্রদর্শন করে আবারও আলোচনায় এসেছেন বায়ার্ন মিউনিখের তারকা ফুটবলার সাদিও মানে। সম্প্রতি বায়ার্ন মিউনিখের পৃষ্টপোষক কোম্পানি ‘পাউলানারের’ পণ্য বিয়ারের বিজ্ঞাপনের জন্য ডাক দেয়া হয় বাভারিয়ানদের। সেখানে ছবি তোলার সময় সব খেলোয়াড়দের হাতে দেয়া হয় বিয়ার। কিন্তু সবাই বিয়ার নিয়ে ছবি তুললেও মানেকে খালি হাতেই দেখা যায় ছবিটিতে।

মূলত, ইসলাম ধর্মে মদের ব্যাপারে কঠোর নিষেধাজ্ঞা রয়েছে। ছবিতে মানের সাথে আরেক মুসলিম খেলোয়াড় নুসাইর মাজরাভিকেও খালি হাতে দেখা যায়।

আরও পড়ুন: আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন গ্র্যান্ডহোম

উল্লখ্য, লিভারপুলের সাথে দীর্ঘ ছয় বছরের সম্পর্কচ্ছেদ করে এই মৌসুমেই বায়ার্ন মিউনিখে যোগ দিয়েছেন মানে। জার্মান ক্লাবটির সাথে তিন বছরের চুক্তি করেন তিনি। ৩২ মিলিয়ন ইউরোতে সেনেগালের এই তারকাকে দলে ভেড়ায় বাভারিয়ানরা।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply