নেছারাবাদে ট্রলারে থাকা বিএনপি নেতাকর্মীদের ওপর ইট ছোড়ার অভিযোগ, আহত ২৫

|

পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুরের নেছারাবাদে আওয়ামী লীগের হামলায় বিএনপির ২৫ নেতাকর্মী আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। বুধবার (৩১ আগস্ট) দুপুরে উপজেলার নেছারাবাদে এ হামলার ঘটনা ঘটে।

জানা গেছে, বিএনপির ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে জেলার নেছারাবাদ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিতে ট্রলারযোগে যাওয়ার সময় স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা ট্রলারে ইট ছুড়ে এ হামলা করে। এতে জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মারুফ হাসান, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশ্ররাফুল আলম সজলসহ স্থানীয় ২৫ নেতা-কর্মী আহত হন।

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মারুফ হাসান জানান, বুধবার দুপুর ১২টার দিকে আমরা ট্রলারযোগে মিয়ারহাট থেকে নেছারাবাদে কর্মসূচিতে অংশগ্রহণ করতে যাওয়ার সময় স্থানীয় ট্রলার ঘাটে পৌঁছলে স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা আমাদের ওপর অতর্কিতভাবে ইট-পাটকেল নিক্ষেপ করে। এ হামলায় জেলাসহ স্থানীয় অনেক নেতাকর্মীরা আহত হয়েছেন। পরে আমরা স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে গেলে সেখানেও তারা আমাদের ওপর হামলা চালায়।

স্বরূপকাঠী পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আমিনুল ইসলাম মিজান জানান, স্থানীয় স্বরূপকাঠী বিএনপি অফিসে বিক্ষোভ সমাবেশ চলাকালে স্থানীয় ছাত্রলীগ, যুবলীগ নেতাকর্মীরা আমাদের ওপর অতর্কিত হামলা চালিয়ে আমাদের সমাবেশ পণ্ড করে দেয়। পরে আমরা মিয়ার হাটে আমাদের কর্মসূচি পালন করি।

জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু জানান, সমাবেশে যোগ দিতে যাওয়ার সময় স্থানীয় ছাত্রলীগ, যুবলীগের একদল কর্মীরা হামলা চালিয়ে আমাদের জেলাসহ স্থানীয় অনেক নেতাকর্মীদের আহত করে। হামলায় প্রায় ২৫/৩০ জন আহত হয়েছে।

নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির হোসেন জানান, বিএনপির নেতাকর্মীরা তাদের সমাবেশ করেছে। হামলার কোনো ঘটনা তার জানা নেই।
আরও পড়ুন: কুমিল্লা-নেত্রকোণায় আ.লীগ-বিএনপির সংঘর্ষ, আহত অন্তত ৪৫
ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply