সালাম দিয়ে রিকশা থামিয়ে যাত্রীদের অস্ত্রের মুখে ছিনতাই করতো সালাম পার্টির সদস্যরা। শেরে বাংলা নগর থানা এই গ্রুপের দুই সদস্যকে গ্রেফতার করেছে। এ সময় ছিনতাই করা অর্থ, ছুরি ও ছিনতাইয়ের কাজে ব্যবহৃত রিক্সা জব্দ করে পুলিশ।
বুধবার (৩১ আগস্ট) সকালে তেজগাঁওয়ে নিজ কার্যালয়ে উপ পুলিশ কমিশনার আজিমুল হক বলেন, এই চক্রটি দীর্ঘদিন ধরে এই কায়দায় ছিনতাই করে আসছিলো। এরা রাজধানীর একাধিক স্পটে বিভিন্ন দলে ভাগ হয়ে ছিনতাই করে।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, পৃথক অভিযানে ভুয়া দুই র্যাব সদস্যকে গ্রেফতার করেছে তেজগাঁও থানা পুলিশ। কাওরান বাজার থেকে ওয়াকিটকি, বাংলাদেশ আনসার ও ভিডিপি সদর দফতর কর্তৃক ইস্যুকৃত পুরাতন আইডি কার্ড এবং এনআইডি কার্ডের ফটোকপিসহ তাদের গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে জানায়, তারা বাংলাদেশ আনসার ও ভিডিপি’র অঙ্গীভূত সদস্য। বিভিন্ন সময় র্যাব সদস্য পরিচয়ে হুমকি দিয়ে মানুষের কাছ থেকে টাকা আদায় করতো তারা।
আরও পড়ুন: দক্ষিণখানে শিক্ষার্থীর আত্মহত্যা: অভিযুক্ত বাবা গ্রেফতার
জেডআই/
Leave a reply