চীন উপকূলের কাছে চীনা ড্রোন লক্ষ্য করে গুলি ছুড়েছে তাইওয়ানের সেনাবাহিনী। তাইওয়ান নিয়ন্ত্রিত একটি দ্বীপের আকাশসীমায় এই ঘটনা ঘটে। আর এ ঘটনার মধ্যে দিয়ে বেইজিংকে সতর্কবার্তা দেয়া হয়েছে বলে হুঁশিয়ারি তাইপের।
কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার (৩০ আগস্ট) তাইওয়ানের এরদান দ্বীপে একটি চীনা ড্রোন উড়তে দেখা যায়। সতর্ক করা সত্ত্বেও সেটি ফিরিয়ে না নেয়ায়, ড্রোনটি লক্ষ্য করে গুলি ছোড়ে তাইওয়ান সেনাবাহিনী। এই প্রথম চীনের কোনো সামরিক কর্মকাণ্ডের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নিলো তাইওয়ান।
আরও পড়ুন: মার্কিন ড্রোন আটক করলো ইরান, পারস্য উপসাগরে উত্তেজনা
বেশ কয়েকদিন ধরেই তাইওয়ান উপকূলে নজরদারি চালাচ্ছে চীনা ড্রোন, এমন অভিযোগ জানিয়ে আসছিলো তাইপে। তবে এ বিষয়ে এখনও কোনো মন্তব্য জানায়নি বেইজিং।
প্রসঙ্গত, গত বুধবার (৩ আগস্ট) চীনের সতর্কবার্তা ও হুমকি আমলে না নিয়ে তাইওয়ান সফর করেন মার্কিন হাউস স্পিকার ন্যান্সি পেলোসি। এরপর থেকেই অঞ্চলটিতে দেখা দেয় উত্তেজনা। মহড়া শুরু করে চীনা বাহিনী।
জেডআই/
Leave a reply