কোহলির জায়গা নিশ্চিত নয়, মাঞ্জরেকারের মন্তব্যে বিস্মিত স্টাইরিস

|

ছবি: সংগৃহীত

এশিয়া কাপে পাকিস্তানের সাথে ম্যাচ দিয়ে বিরতির পর ফিরেছেন ভিরাট কোহলি। শুরুতে নড়বড়ে, তারপর চেনা ঝলক এবং হুট করে সফট ডিসমিসালে শেষ হওয়া ইনিংস নিয়ে কোহলির প্রত্যাবর্তন নিয়ে চলছে মিশ্র প্রতিক্রিয়া। ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জরেকার বলছেন, দলে তরুণ খেলোয়াড়রা জায়গা পাওয়ার অপেক্ষায় আছেন বলে কোহলির জায়গা নিশ্চিত নয়। তবে এমন মন্তব্যে বিস্ময় প্রকাশ করেছেন সাবেক কিউই অলরাউন্ডার স্কট স্টাইরিস।

সাবেক ভারতীয় ক্রিকেটার সঞ্জয় মাঞ্জরেকার বলেছেন, ভারতীয় দলের নতুন কৌশলের সাথে কোহলির ব্যাটিং সম্পূর্ণ মেলে না। কোহলি ক্রিজে গিয়ে কিছুটা সময় কাটাতে চায়। কিন্তু ভারতের নতুন কৌশলে সেই সময় পাওয়া যাবে না। আবার, সে দলের পরিকল্পনা অনুযায়ীই খেলে। তবে কথা হচ্ছে, এভাবে হংকংয়ের সাথে রান পেলেও পাকিস্তানের মতো দলের সাথে সাফল্য পাবে কিনা, তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। আবার, কিছু তরুণ খেলোয়াড়ও একাদশে ঢোকার জন্য দরজায় কড়া নাড়ছে। দীপক হুদা সাম্প্রতিক সময়েই সেঞ্চুরি পেয়েছে। ইশান কিষান, শ্রেয়াস আইয়ারের মতো খেলোয়াড়রাও আছে। আর এসব সম্পর্কে কোহলিও সচেতন। তার লড়াইটা ঠিক সহজ হবে না।

তবে ব্যাটিং মায়েস্ত্রো ভিরাট কোহলির জায়গা নিয়ে এই সংশয় প্রকাশে বিস্ময় লুকোতে পারেননি স্কট স্টাইরিস। তিনি বলেছেন, আমার বিশ্বাস হচ্ছে না যে, ভিরাট কোহলির একাদশে জায়গা নিয়ে সংশয় রয়েছে। দীপক হুদা, ইশান কিষানদের মতো খেলোয়াড়রা অবশ্যই সামনের বছরগুলোয় দলে আসবে। তবে ভিরাট কোহলির জায়গা নিয়ে সন্দেহ প্রকাশ কীভাবে করা যায়!

এরপর নিজের বক্তব্য ব্যাখ্যা করে সঞ্জয় মাঞ্জরেকার বলেন, আমি কেবল বলছিলাম যে, দলে তরুণ খেলোয়াড়দের সম্ভাবনা নিয়ে কোহলি নিজেও জানেন যে, দলে একটি জায়গার জন্যও অনেক প্রতিদ্বন্দ্বিতা। আর এই অবস্থায় কারো জায়গাই যে অপূরণীয় নয়, এই ভাবনাটা কোহলিকে স্বস্তি দেবে না। দলের সাথেই অস্ট্রেলিয়া যাবে সে। কেবল দুঃসাহসী মানুষের পক্ষেই ভিরাট কোহলিকে বাদ দেয়া সম্ভব।

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply