ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধ করে দিলো রাশিয়া

|

ছবি: সংগৃহীত

আবারও ইউরোপে গ্যাস সরবরাহের মূল পাইপলাইন বন্ধ করে দিলো রাশিয়া। তারা বলেছে, নর্ড স্ট্রিম ওয়ানে সংস্কার করা হবে সেজন্য বন্ধ করে দেয়া হয়েছে।

রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান গ্যাজপ্রম জানিয়েছে, আগামী তিনদিন বন্ধ থাকবে সরবরাহ। এরইমধ্যে নর্ড স্ট্রিম ওয়ান পাইপলাইনের মাধ্যমে গ্যাস রফতানি কমিয়ে দিয়েছে মস্কো।

এর আগে গত জুলাইয়ে সংস্কারের ঘোষণা দিয়ে ১০ দিনের জন্য নর্ড স্ট্রিম পাইপলাইন দিয়ে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়। এরপর চালু হলেও যান্ত্রিক ত্রুটির কথা জানিয়ে ক্ষমতার ২০ শতাংশ জ্বালানি রফতানি হচ্ছে এই পাইপ দিয়ে।

জ্বালানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছেন ভ্লাদিমির পুতিন, পশ্চিমাদের এমন অভিযোগ শুরু থেকেই অস্বীকার করে আসছে মস্কো। ২০১১ সাল থেকে এই পাইপলাইনের মাধ্যমে ইউরোপে গ্যাস সরবরাহ করছে রাশিয়া। কেবল জার্মানিতেই দৈনিক সর্বোচ্চ ১৭০ মিলিয়ন ঘনমিটার গ্যাস পাঠানো সম্ভব।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply