নাপোলি থেকে পিএসজিতে রুইজ

|

স্প্যানিশ মিডফিল্ডার ফ্যাবিয়ান রুইজ।

নাপোলি থেকে মিডফিল্ডার ফ্যাবিয়ান রুইজকে দলে নিয়েছে পিএসজি। এবারের সামার ট্রান্সফার উইন্ডোর একদম শেষে স্প্যানিশ এ মিডফিল্ডারকে দলে টানলো ফ্রেঞ্চ চ্যাম্পিয়নরা।

মঙ্গলবার (৩০ আগস্ট) নিজেদের ওয়েবসাইটে রুইজের সাথে চুক্তির ব্যাপারে জানিয়েছে পিএসজি।

জানা গেছে, রুইজের সাথে পাঁচ বছরের চুক্তি করেছে পিএসজি। আর রুইজকে পেতে নাপোলিকে তাদের দিতে হয়েছে ২ কোটি ১৫ লাখ ইউরো। গত কয়েক মৌসুম ধরেই নাপোলির হয়ে দুর্দান্ত খেলছেন রুইজ। স্পেনের হয়ে ২০১৯ সালে অভিষেকের পর এখন পর্যন্ত তিনি খেলেছেন মাত্র ১৫টি ম্যাচ।

নাপোলিতে গত মৌসুম দারুণ কেটেছে রুইজের। সবগুলো লিগ মিলিয়ে নাপোলির হয়ে গোল করেছেন সাতটি আর অ্যাসিস্ট করেছেন পাঁচটি। সিরি’আয় নাপোলির ৩য় হওয়ার পেছনেও রুইজ রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা।

প্রসঙ্গত, চলতি দলবদলে এ নিয়ে ৬ জন খেলোয়াড়কে দলে ভিড়িয়েছে পিএসজি। এর আগে, ভিটিনিয়া, রেনাতো সানচেস, নুনো মেন্দেস, নর্ডি মুকিয়েলে এবং উগো একিতিকে দলে ভেড়ায় ফ্রেঞ্চ জায়ান্টরা।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply