নেত্রকোণায় পুলিশ-বিএনপি সংঘর্ষ, আহত ২০

|

নেত্রকোণায় বিএনপি’র ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের সময় শহরের বিভিন্ন স্থান থেকে দলীয় কর্মীরা আসায় ছোটবাজারস্থ কার্যালয়ের সামনে শহরের প্রধান সড়ক বন্ধ হয়ে যায়। পরে প্রধান সড়ক ফাঁকা করতে গিয়ে পুলিশের সাথে বিএনপির কর্মীদের সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে অতিরিক্ত পুলিশ সুপার ফখরুজ্জামান জুয়েলসহ অন্তত ২০ জন আহত হয়।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে পৌর শহরের ছোটবাজার এলাকায় বিএনপি দলীয় কার্যালয়ের সামনে প্রধান সড়কে এই ঘটনাটি ঘটেছে।

মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালনের সময় বিভিন্ন স্থান থেকে আসা কর্মীরা সড়ক বন্ধ করে রাখে। এতে যানবাহনসহ জনগণের চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় পুলিশ এসে সড়ক ফাঁকা করতে চাইলে পুলিশের ওপর হামলা চালায় বিএনপি কর্মীরা। এই হামলায় আমাদের ১২ জন সদস্য আহত হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারসেলসহ কয়েক রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে পুলিশ। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, যানবাহন চলাচল শুরু হয়েছে। তবে পুলিশ এখনো কাউকে আটক করতে পারেনি।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply