চলমান অবস্থা থেকে মুক্তির জন্য সবাইকে ধৈর্য ধরার অনুরোধ জ্বালানি প্রতিমন্ত্রীর

|

জ্বালানি তেলের দাম বৃদ্ধি সবাইকে পীড়া দিচ্ছে। চলমান অবস্থা থেকে মুক্তির জন্য সবাইকে ধৈর্য ধরার অনুরোধ জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর একটি হোটেলে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন চুক্তি অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, এ অবস্থা থেকে মুক্তির জন্য চেষ্টা চালাচ্ছে সরকার। অক্টোবর-নভেম্বরের মধ্যে লোডশেডিং পরিস্থিতির উন্নতি হবে বলেও আশাবাদ ব্যক্ত করে বিদ্যুৎ প্রতিমন্ত্রী।

একই অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম বলেন, গ্রাম ও পৌরসভা বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের আওতায় আনতে চায় সরকার। বৈশ্বিক সংকটে অন্য দেশগুলোর তুলনায় আমরা ভালো আছি দাবি করে তাজুল ইসলাম বলেন, অনেকে ভয় দেখিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করতে চায়। আমাদের ভালো থাকাটা কারো কারো সহ্য হয় না।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply