জরুরি ঋণ সহায়তার জন্য আইএমএফ-শ্রীলঙ্কার প্রাথমিক চুক্তি

|

ছবি: সংগৃহীত

জরুরী ঋণ সহায়তার জন্য আইএমএফের সাথে প্রাথমিক চুক্তি করেছে শ্রীলঙ্কা।এটি বাস্তবায়িত হলে প্রায় ৩শ’ কোটি ডলার আর্থিক সহায়তা পাওয়ার কথা রয়েছে দেশটির। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

এক সপ্তাহের বেশি সময় ধরে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের একটি প্রতিনিধি দল শ্রীলঙ্কায় অবস্থান করছে। দফায় দফায় বৈঠকের পর আইএমএফের প্রতিনিধিদের সাথে স্টাফ লেভেল ডিল বা প্রাথমিক চুক্তিতে পৌঁছায় লঙ্কান সরকার।

এক বিবৃতিতে আইএমএফ জানায়, কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা অব্যাহত থাকায় কলম্বোতে সংস্থাটির প্রতিনিধিদের অবস্থানের সময় আরও একদিন বাড়ানো হয়েছে।

উল্লেখ্য, শ্রীলঙ্কার সরকারের অদক্ষতা, বিশ্বজুড়ে জ্বালানির মূল্য বৃদ্ধি এবং রাষ্ট্রীয় কোষাগারে বৈদেশিক মুদ্রার মজুদ কমে যাওয়ায় ভয়াবহ অর্থনৈতিক সঙ্কটে পড়ে শ্রীলঙ্কা।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply