মিত্র দেশগুলোকে নিয়ে যৌথ সামরিক মহড়া শুরু করলো রাশিয়া

|

ছবি: সংগৃহীত

রাশিয়া এবং তার মিত্র দেশগুলোর অংশগ্রহণে শুরু হয়েছে বহুল আলোচিত যৌথ সামরিক মহড়া। বৃহস্পতিবার অংশগ্রহণকারী দেশগুলোর কুচকাওয়াজের মাধ্যমে শুরু হয় এই সামরিক মহড়ার আনুষ্ঠানিকতা। খবর বার্তা সংস্থা এপির।

রাশিয়া ছাড়াও ভারত, চীন, লাওস, নিকারাগুয়া, বেলারুশ, মঙ্গোলিয়া এবং সিরিয়া অংশ নিয়েছে এই সামরিক মহড়ায়। ৭ দিনব্যাপী চলা এই যুদ্ধ প্রশিক্ষণে অংশ নিয়েছে ৫০ হাজারের বেশি সেনা সদস্য। রয়েছে ১৪০টি সামরিক বিমান এবং ৬০টি যুদ্ধজাহাজ।

এছাড়াও ৫ হাজারের বেশি সমরাস্ত্র ইউনিট থাকবে এই সামরিক মহড়ায়। এর আগে এই মহড়াকে ঘিরে উদ্বেগ জানায় যুক্তরাষ্ট্র।
আরও পড়ুন: জরুরি ঋণ সহায়তার জন্য আইএমএফ-শ্রীলঙ্কার প্রাথমিক চুক্তি
ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply