‘কিশোরগঞ্জের ত্রাস’ পলাতক আক্কাস র‍্যাবের হাতে গ্রেফতার

|

তিন খুনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ‘কিশোরগঞ্জের ত্রাস’ আক্কাস মিয়াকে গ্রেফতার করেছে র‍্যাব। বুধবার (৩১ আগস্ট) রাতে ঢাকার কেরাণীগঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‍্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ। তিনি জানান, ২০০৬ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত খুন, ডাকাতি, চুরি ও লুটপাটসহ ১২টি মামলা রয়েছে আক্কাসের বিরুদ্ধে। পরে ২০১৬ সালে সুনামগঞ্জ থেকে পালিয়ে রাজধানীতে এসে ছদ্মনামে বসবাস করতে শুরু করেন তিনি।

পরিচয় গোপন করতে রাজধানীর বাড্ডা, কেরাণীগঞ্জ ও মিরপুর এলাকায় একাধিক বাসায় বসবাস করতেন তিনি। এর মধ্যে ধরা পড়ার ঝুঁকি এড়াতে বারবার পেশাও পরিবর্তন করেছেন তিনি।

প্রসঙ্গত, ২০১৯ সালে খুনসহ ডাকাতির মামলায় যাবজ্জীবন সাজা হলে কেরাণীগঞ্জের এক ইটভাটায় আশ্রয় নেয় আক্কাস। র‍্যাব জানিয়েছে, তার বিরুদ্ধে এখনও বেশ কয়েকটি মামলা তদন্তাধীন রয়েছে।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply