পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ের বোদা উপজেলায় বাড়ির পাশে খেলতে গিয়ে করতোয়া নদীতে পড়ে তলিয়ে গিয়ে নিখোঁজের ২৬ ঘণ্টা পরে জাহিদ হাসান (৫) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (০১ সেপ্টেম্বর) দুপুরে দিনাজপুর জেলার খানাসামা উপজেলার আলোকঝাড়ি ইউনিয়নের উপর দিয়ে বয়ে যাওয়া আত্রাই নদীর জয়গঞ্জ শালবাগান খেয়াঘাট এলাকা থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করে খানসামা থানা পুলিশ।
এর আগে বুধবার দুপুরে শিশু জাহিদ নিজ বাড়ির পাশে খেলতে গিয়ে করতোয়া নদীতে পড়ে নিখোঁজ হয়। নিহত শিশু জাহিদ হাসান পঞ্চগড়ের বোদা উপজেলার বেংহারী বনগ্রাম ইউনিয়নের শিকারপুর এলাকার আমিনুল ইসলামের ছেলে।
নিহতের পরিবার ও বোদা থানা এবং খানসামা থানা পুলিশ সূত্রে জানা যায়, শিশু জাহিদ প্রতিবেশী শিশুদের সাথে বাড়ির পাশে খেলা করছিল। এ সময় সে করতোয়া নদীর ধারে গেলে অসাবধানতাবশত নদীর পানিতে পড়ে তলিয়ে যায়। পরে প্রতিবেশী শিশুরা জাহিদের বাসায় জানালে পরিবারের সদস্যরা নদীতে নেমে জাহিদকে খোঁজাখুঁজি করতে থাকে। পরে তারা
জাহিদকে না পেয়ে বোদা থানা ও ফায়ার সার্ভিসে খবর দেয়।
বুধবার ফায়ার সার্ভিসের সদস্যরা দুপুরে করতোয়া নদীতে নেমে নদীর বিভিন্ন স্থানে ৩-৪ ঘণ্টা ধরে জাহিদকে খুঁজতে থাকে। পরে শিশুটিকে না পেয়ে রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরী দলকে খবর দেয়া হয়। তারা ওই দিন বিকেলে নদীতে নেমে নদীর বিভিন্ন স্থানে সন্ধ্যা পর্যন্ত শিশু জাহিদকে খুঁজতে থাকে। পরে তার মরদেহ না মেলায় ওই দিনের মত উদ্ধার কাজ সমাপ্ত করা হয়। পরে বৃহস্পতিবার সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত আবারও নদীর বিভিন্ন স্থানে জাহিদকে খোঁজা হয়। এরপরেও তার মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি।
এদিকে বৃহস্পতিবার দুপুরে খানাসামা উপজেলায় বয়ে যাওয়া আত্রাই নদীর জয়গঞ্জ শালবাগান খেয়াঘাট এলাকায় স্থানীয়রা একটি শিশুর মরদেহ দেখতে পায়। পরে তারা খানাসামা থানা পুলিশে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে খানসামা থানার পরিদর্শক (তদন্ত) তাওহীদুল ইসলাম বলেন, আমরা নিহতের মরদেহের সুরতহাল করেছি। পরে পরিচয় শনাক্ত করে তার পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুজয় কুমার রায় বলেন, শিশুটি নিখোঁজের পর আমরা আশপাশের কয়েকটি থানায় খবর দেই। এরপর খানসামা থানা পুলিশ এক শিশুর লাশ উদ্ধারের বিষয়টি আমাদের জানায়। আমরা নিহত শিশুর পরিবারকে বিষয়টি জানালে তারা ইউপি চেয়ারম্যান সাহেব আলীকে নিয়ে খানসামা থানায় গিয়ে শিশুটির পরিচয় নিশ্চিত করে।
এটিএম/
Leave a reply