পুলিশ আক্রান্ত হলে নিজেকে বাঁচানোর অধিকার আছে: প্রধানমন্ত্রী

|

বিএনপি শান্তিপূর্ণ আন্দোলন করলে তাদের বাধা না দিতে পুলিশকে নির্দেশনা দেয়া হয়েছে। কিন্তু পুলিশ যদি আক্রান্ত হয় তাহলে নিজেকে বাঁচাবার অধিকার তাদের আছে। এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) রাতে একাদশ জাতীয় সংসদের অধিবেশনে এসব কথা বলেন তিনি।

সংসদে প্রধানমন্ত্রী বলেছেন, আমি পুলিশকে বলেছি বিএনপির সমাবেশে বাধা না দিতে। পুলিশ তো আগ বাড়িয়ে কিছু করেনি। পুলিশ আক্রান্ত হলে আত্মরক্ষার অধিকার কেন থাকবে না? এসময় প্রধানমন্ত্রী বিএনপি নেতাদের সমালোচনা করে বলেন, তাদের কথায় মনে হয় তারা বোমা ছুড়বে, লাঠি মারবে, ঢিল মারবে, গুলি করবে সব করবে, কিন্তু তাদের কিছু বলা যাবে না!

‘এরা তো মাঠে নেমেই আগে কোথায় কাকে আক্রমণ করবে, কীভাবে একটা সিচুয়েশন তৈরি করবে। হ্যাঁ এটা করে, একটা কারণ আছে। কারণ হলো এমনি মিছিল করলে তো মিডিয়া কাভারেজ পাবে না। মিডিয়াতে কাভারেজ করার জন্যই তারা এমন ঘটনা ঘটাবে যেন তারা একটু ইয়ে পায়’—বলেন প্রধানমন্ত্রী।

এসময় প্রধানমন্ত্রী আরও বলেন, সাধারণ মানুষের যাতে কষ্ট না হয় সেদিকেই সরকার বেশি দৃষ্টি দিচ্ছে। এটাই আমার নীতি এবং সেটাই আমি করে যাচ্ছি।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply