অবশেষে আলোচিত জাপোরিঝিয়া পরমাণু কেন্দ্রে তদন্ত শুরু করেছে জাতিসংঘের আনবিক শক্তি সংস্থা (আইএইএ)।
স্থানীয় সময় বৃহস্পতিবার (৩১ আগস্ট) রুশ সেনা সদস্য পরিবেষ্টিত হয়ে কর্মকর্তারা পরমাণু কেন্দ্রে প্রবেশের পরপরই শুরু হয় তদন্ত। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, আইএইএ এর ১২ সদস্য এ তদন্ত পরিচালনা করছেন। এ সময় রুশ-ইউক্রেন হামলায় কেন্দ্রটির বিভিন্ন ক্ষতিগ্রস্থ অংশ পরিদর্শন করেন তারা।
প্রাথমিক যাচাইয়ের পর আনবিক শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রসি জানান, কয়েক দফায় পরমাণু কেন্দ্রটির অবকাঠামো নীতি লঙ্ঘিত হয়েছে। পরমাণু কেন্দ্রটি কতোটা ঝুঁকিপূর্ণ তা যাচাইয়ে আরও সময় প্রয়োজন। তদন্ত কাজ অব্যাহত রাখতে কেন্দ্রটির মধ্যেই অবস্থান করবেন ৫ জন বিশেষজ্ঞ।
প্রসঙ্গত, ইউক্রেনে আগ্রাসন শুরুর পর জাপোরিঝিয়া পরমাণু কেন্দ্রের নিয়ন্ত্রণ নেয় রুশ বাহিনী, সেখানে তৈরী করে অস্থায়ী ঘাঁটি। এরপর থেকেই ইউরোপের সবচেয়ে বড় পরমাণু কেন্দ্রটিকে ঘিরে হামলা-পাল্টা হামলা চলছে রুশ ও ইউক্রেনীয় সেনাদের মধ্যে।
/এসএইচ
Leave a reply