ফিলিস্তিনিদের নিপীড়নে ইসরায়েলকে সাহায্যের অভিযোগে গুগলের চাকরি ছাড়ছেন ইহুদিকর্মী

|

ফিলিস্তিনিদের কোনঠাসা করে রাখা ও তাদের কণ্ঠরোধে ইসরায়েলকে সাহায্যের অভিযোগে গুগল ছাড়ার ঘোষণা দিয়েছেন অ্যারিয়েল কোরেন নামের এই ইহুদি কর্মী।

ফিলিস্তিনিদের অধিকার হরণ করতে ইসরায়েলকে সাহায্য করছে গুগল, এমন অভিযোগে টেক জায়ান্টটি থেকে চাকরি ছাড়ার ঘোষণা দিয়েছেন অ্যারিয়েল কোরেন নামে প্রতিষ্ঠানটির এক ইহুদি কর্মী। চলতি সপ্তাহেই গুগল থেকে পদত্যাগ করবেন বলে জানিয়েছেন তিনি। খবর আলজাজিরার।

গুগলের বিপণন ব্যবস্থাপনা বিষয়ক ওই কর্মকর্তা জানান, প্রজেস্ট নিমবাস নামে প্রকল্পের মাধ্যমে ফিলিস্তিনিদের কন্ঠরোধ করছে ইসরায়েল। এ প্রকল্পের জন্য গুগল এবং অ্যামাজনের সাথে চুক্তিও করেছে তেল আবিব। কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে ফিলিস্তিনে চালানো ইসরায়েলি বর্বরতার ঘটনা আড়াল করা হয়। চালানো হয় নজরদারি। ওই প্রজেক্ট নিমবাস চুক্তির বিরোধীতা করে আসছিলেন গুগলের কর্মকর্তা কোরেন। ফিলিস্তিনকে সমর্থন করে প্রচার-প্রচারণা ও সামাজিক কর্মকাণ্ডে অংশ নেয়ায় কর্মস্থলে তাকে কোনঠাসা করার অভিযোগ করেন এ নারী। সেই সাথে গুগলের ফিলিস্তিনি কর্মীদেরও কোণঠাসা করা হচ্ছে বলে অভিযোগ তার।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply