৩ মাস পর মিলেছে সুন্দরবনে যাওয়ার অনুমতি, ফিরছেন বনজীবীরা

|

সুন্দরবনের জীববৈচিত্র রক্ষায় ৩ মাসের নিষেধাজ্ঞা শেষে শুরু হয়েছে মাছ ধরা। এজন্য বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) থেকে আবারও অনুমতি দিচ্ছে বন বিভাগ। অনুমতিপত্র হাতে পেয়ে যেন ঈদের আনন্দ বইছে নিম্নআয়ের এসব মানুষদের মাঝে। সুন্দরবনে গিয়ে মাছ কাকড়া ধরে রোজগার করে ঋণ পরিশোধ করবেন। চালাবেন সংসার এমন স্বপ্ন বনজীবীদের।

নিষেধাজ্ঞা শেষে প্রথম দিনে কেবল সাতক্ষীরার ১২ শ’ জেলে পেয়েছেন সুন্দরবনে প্রবেশের এই অনুমতি। তারা জানান, রোজগার বন্ধ থাকায় ধার-দেনা করে কেটেছে তিন মাস। এখন স্বস্তি ফিরে এসেছে।

সুন্দরবনে রয়েছে বাঘ-কুমিরের ভয়। জেলেদের আশা-নিরাপদে থেকে ধরবেন মাছ-কাকড়া। ফিরবেনও নিরাপদে। এরইমধ্যে পর্যটকরাও ভিড় জমাচ্ছেন। ঘুরে-দেখবেন সুন্দরবন। ঘুরে দাঁড়ানোর আশা পর্যটকবাহী ট্রলার মালিকদের।

সুন্দরবনে গিয়ে বনজীবীরা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়াচ্ছেন কিনা তা নজরদারি করবে বন বিভাগ। জোরদার করা হয়েছে পর্যটকদের নিরাপত্তা ব্যবস্থা।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply