অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছেন আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্ট ক্রিস্টিনা ফার্নান্দেজ ডি কির্চনার। তার দিকে তাক করা আততায়ীর বন্দুক জ্যাম হয়ে যাওয়ায় বেঁচে যান তিনি।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, নিজের বাড়ির বাইরে সমর্থকদের সাথে শুভেচ্ছা বিনিময়ের সময় ভিড় থেকে এক ব্যক্তি হঠাৎই ক্রিস্টিনাকে লক্ষ্য করে হ্যান্ডগান তাক করেন। আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবের্তো ফার্নান্দেজ বলেছেন, ওই বন্দুকে পাঁচটি গুলি ছিল। কিন্তু যখন সে গুলি চালায় তখন বন্দুকটি জ্যাম হয়ে গিয়েছিল।
ক্রিস্টিনার বিরুদ্ধে দুর্নীতির বিচার চলছে। আদালত থেকে বাড়ি ফেরার পর এই হামলার ঘটনা ঘটে। ক্রিস্টিনা তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছে।
বন্দুকধারী ৩৫ বছর বয়সী এক ব্রাজিলিয়ান ব্যক্তি। তাকে পুলিশের হেফাজতে নেয়া হয়েছে। তারা হামলার উদ্দেশ্য খুঁজে বের করার চেষ্টা করছে।
/এনএএস
Leave a reply