রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া বাহিরচর এলাকার পদ্মা নদীতে ধরা পড়েছে ১১ কেজি ওজনের একটি বোয়াল মাছ। আনন্দ হলদার নামে এক জেলের জালে ধরা পড়ে বিশালাকৃতির মাছটি। উন্মুক্ত নিলামে প্রায় ২১ হাজার টাকায় বিক্রি হয়েছে ওই বোয়াল মাছ।
শুক্রবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে দৌলতদিয়া বাইপাস সড়কের পাশে অবস্থিত দুলাল মন্ডলের মৎস্য আড়ত থেকে মাছটি বিক্রির জন্য আনলে উন্মুক্ত নিলামের মাধ্যমে মাছটি কিনে নেন ৫নং ফেরিঘাটের মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা। ১ হাজার ৯০০ টাকা কেজি দরে মাছটি কিনেছেন তিনি। এরআগে সকাল ৮টার দিকে পাবনার জেলে আনন্দ হলদারের জালে মাছটি ধরা পড়ে।
মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা বলেন, সকালে আড়ত থেকে ১১ কেজি ওজনের ওই বোয়াল মাছটি উন্মুক্ত নিলামের মাধ্যমে প্রতি কেজি ১ হাজার ৯০০ টাকা দরে মোট ২০ হাজার ৯০০ টাকায় কিনে নিই। পরে মাছটি বিক্রির জন্য দেশের বিভিন্ন স্থানের বড় বড় ব্যবসায়ী ও শিল্পপতিদের সাথে যোগাযোগ করেছি। কেজিতে সামান্য লাভে মাছটি বিক্রি করবেন বলেও জানান তিনি। দ্রুতই মাছটি বিক্রি হয়ে যাবে বলেও আশা তার।
এসজেড/
Leave a reply