সিনিয়র করেসপনডেন্ট, নাটোর:
নাটোরের সিংড়া অধ্যুষিত চলনবিলে অভিযান চালিয়ে পাঁচটি বকপাখি উদ্ধারসহ দুই শিকারিকে আটক করা হয়েছে।
শুক্রবার (২ সেপ্টেম্বর) ভোর ৫টা থেকে সকাল নয়টা পর্যন্ত বিলের দুর্গম শান্তানগর এলাকায় অভিযান চালায় পরিবেশকর্মীরা। এ সময় শিকার কাজে ব্যবহৃত প্রায় ২০০ মিটার কারেন্ট জাল জব্দ করে ধ্বংস করা হয়।
চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জানান, কারেন্ট জাল দিয়ে পাখি শিকারের সংবাদ পেয়ে প্রায় ৩ কিলোমিটার কাদাপানি পেরিয়ে চলনবিলের দুর্গম এলাকায় অভিযান চালায় পরিবেশকর্মীরা। এ সময় দুই পাখি শিকারি শাহ আলম ও নাইম হোসেনকে আটক করা হয়। অভিযানে ৫টি বকপাখি উদ্ধার করাসহ জব্দ করা হয় শিকারের জন্য পেতে রাখা কারেন্ট জালের ফাঁদ। পরে কলম নগরপাড়া মোড়ে স্থানীয়দের সাথে নিয়ে ফাঁদ ধ্বংস ও উদ্ধারকৃত পাখি অবমুক্ত করা হয়।
তিনি বলেন, আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতের সামনে হাজির করা হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট আল ইমরান পাখি শিকারি শাহ আলমকে ৫ হাজার টাকা জরিমানা করেন। আর পাখি শিকার করবে না মর্মে মুচলেকা নিয়ে নাইম হোসেনকে ছেড়ে দেন।
এ সময় উপস্থিত ছিলেন পরিবেশবাদী সংগঠনটির সভাপতি অধ্যাপক আখতারুজ্জামান, সহসভাপতি হাসান ইমাম, কলম প্রকৃতি ও পরিবেশ রক্ষা কমিটির সভাপতি হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, পরিবেশকর্মী আব্দুর রশিদ, হাসিবুল হাসান শিমুলসহ অন্যান্যরা।
ইউএইচ/
Leave a reply