Site icon Jamuna Television

শনিবার শ্রীলঙ্কায় ফিরবেন গোতাবায়া

ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে থাইল্যান্ডে স্বেচ্ছা নির্বাসনের সমাপ্তি টানতে যাচ্ছেন। শনিবার (৩ সেপ্টেম্বর) নিজ দেশে ফিরছেন তিনি। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করে।

প্রতিবেদনে বলা হয়, শ্রীলঙ্কায় নজিরবিহীন অর্থনৈতিক সংকট ও ব্যাপক বিক্ষোভের মুখে গত ১৩ জুলাই দেশ ছেড়ে মালদ্বীপে পালিয়ে যান ৭৩ বছর বয়সী গোতাবায়া। এক দিন পর রাজাপাকসে মালদ্বীপ থেকে সিঙ্গাপুরে চলে যান। ১১ আগস্ট সিঙ্গাপুর থেকে থাইল্যান্ডে যান তিনি। বর্তমানে সেখানেই আছেন তিনি।

শুক্রবার (২ সেপ্টেম্বর) শ্রীলঙ্কার এক প্রতিরক্ষা কর্মকর্তা জানান, কার্যত একজন কারাবন্দীর মতো তিনি থাইল্যান্ডের হোটেলে অবস্থান করছেন এবং দেশে ফিরতে আগ্রহী। আমাদের বলা হয়েছে, শনিবার খুব ভোরে তিনি দেশে ফিরবেন।

শ্রীলঙ্কার সংবিধানে সাবেক প্রেসিডেন্টদের সরকারিভাবে বাড়ি, গাড়ি ও দেহরক্ষীর সুবিধা দেয়ার কথা বলা আছে।

/এনএএস

Exit mobile version