মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সাথে মিল রেখে বাংলাদেশেও বিভিন্ন স্থানে পালিত হচ্ছে ঈদুল ফিতর।
চাঁদপুরে শতাধিক গ্রামে পালিত হচ্ছে ঈদ। সকালে হাজীগঞ্জ উপজেলার সমেসপুর ঈদগাহে পর পর অনুষ্ঠিত হয় কয়েকটি জামাত। ১৯৩২ সাল থেকে সৌদির সাথে মিল রেখে ঈদ পালনের রীতি প্রচলন করেন সাদ্রা দরবার শরীফের তৎকালীন পীর মাওলানা ইসহাক (রহ.)।
মাদারীপুরে চার উপজেলার ৩০টি গ্রামের অন্তত ৫০ হাজার মানুষ আজ ঈদ উদযাপন করছে। সকালে অনুষ্ঠিত হয় জামাতে অংশ নেন মুসল্লিরা। সুরেশ্বর দায়রা শরীফের প্রতিষ্ঠাতা হজরত জান শরীফ শাহ সুরেশ্বরী অনুসারীরা ১৪৭ বছর আগে থেকে সৌদি আরবের সাথে মিল রেখে পালন করছেন ঈদ।
লক্ষ্মীপুরেও ১০টি গ্রামে ঈদ পালিত হচ্ছে। রামগঞ্জ উপজেলার এসব গ্রামে সহস্রাধিক মুসল্লি নিজ নিজ ঈদগাহে ঈদুল ফিতরের নামাজ আদায় করেন। ঈদ পালন হচ্ছে পিরোজপুরের মঠবাড়িয়ায় ৬টি গ্রামেও।
ঈদুল ফিতর পালিত হচ্ছে ঝিনাইদহের ১০টি গ্রামেও। সকালে হরিণাকুণ্ডুতে হয় ঈদের জামাত। একে অন্যের সাথে কোলাকুলি আর আনন্দ ভাগাভাগির মধ্যদিয়ে চলে উৎসব।
সৌদির সাথে মিল রেখে টাঙ্গাইলের দেলদুয়ারেও অর্ধশতাধিক পরিবার ঈদুল ফিতর পালন করছে।
Leave a reply