এটাই বিশ্বমানের পারফরম্যান্স: জয়াবর্ধনে

|

ছবি: সংগৃহীত

এশিয়া কাপের মঞ্চে বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) হওয়া ম্যাচটি ঘিরে চলেছে অনেক কথার লড়াই। সেই শুরুটা করেছিলেন লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা।

তিনি বলেছিলেন, সাকিব আর মোস্তাফিজ ছাড়া বাংলাদেশ দলে কোনো বিশ্বমানের পারফর্মার নেই। তাই আফগানিস্তানের চেয়ে বাংলাদেশ সহজ প্রতিপক্ষ।

আরও পড়ুন: শ্রীলঙ্কায় বিশ্বমানের কোনো বোলারই নেই, আমাদের সাকিব-মোস্তাফিজ আছে: সুজন

এতেই যেন আগুন জ্বলে যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় তুমুল বিতর্ক। সেই বিতর্ক আবার উস্কে দেন খালেদ মাহমুদ সুজন। ম্যাচের আগের দিন গত পরশু সংবাদ সম্মেলনে তিনি প্রকাশ্যে বলেন, ‘আমি তো শ্রীলঙ্কার কোনো বোলারই দেখি না। আমাদের তবু দু’জন বোলার আছে। তাদের সাকিব আর মোস্তাফিজের মানেরও কোনো বোলার নেই।

ছাইচাপা আগুন যেন আবারও জ্বলে ওঠে। লঙ্কান কিংবদন্তি মাহেলা জয়াবর্ধনে টুইটারে সুজনের সেই বক্তব্যের ভিডিও শেয়ার করে লেখেন, ‘মনে হচ্ছে শ্রীলঙ্কার বোলারদের নিজেদের মান দেখানোর সময় এটা। আর ব্যাটসম্যানদের সময় এসেছে এটা দেখানোর যে মাঠে তারা কেমন।’

কিন্তু মাঠের লড়াইয়ে জয় হলো শ্রীলঙ্কার। রুদ্ধশ্বাস ম্যাচে ২ উইকেটের জয় নিয়ে সুপার ফোর নিশ্চিত করে দাসুন শানাকার দল।

এরপর জয়াবর্ধনে আর চুপ থাকেন কীভাবে? তিনি টুইটারে লিখেন, ‘ভালো খেলেছ ছেলেরা! চাপের মধ্যে ঘুরে দাঁড়িয়ে দুর্দান্ত লড়াইয়ে তুলে নেয়া জয়…পারফরম্যান্সটা যে বিশ্বমানের তা নিরাপদেই বলা যায়।’

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply