চলতি মৌসুমের শুরু থেকেই আগুনে ফর্মে ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র। সম্প্রতি একটি রেকর্ড গড়ে পেছনে ফেলেছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি ও পর্তুগিজ ক্রিস্টিয়ানো রোনালদোকে। ক্লাব ও দেশের হয়ে টানা ১৬ ম্যাচে গোলে অবদান রাখার কীর্তি গড়েছেন নেইমার। যা মেসি-রোনালদো কেউই করতে পারেননি।
পিএসজির হয়ে তুলুসের বিপক্ষে সবশেষ ম্যাচে এই মাইলফলক স্পর্শ করেছেন নেইমার। নেইমারের পর মেসি ও রোনালোদোর দ্বিতীয় সর্বোচ্চ টানা ১৫ ম্যাচে গোলে অবদান আছে। মৌসুমে এখন পর্যন্ত ১৬ ম্যাচে ৩০ গোল এবং এসিস্ট করেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার।
আরও পড়ুন: পারফর্ম করতে না পারলে দলে জায়গা হবে না: সাকিবের হুঁশিয়ারি
ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতার তালিকায় ৭৪ গোল নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন নেইমার। ৭৭ গোল নিয়ে শীর্ষে থাকা কিংবদন্তি পেলেকে ছাড়িয়ে যেতে আর মাত্র ৪ গোল প্রয়োজন এই পিএসজি তারকার।
সূত্র: অলফুটবল।
জেডআই/
Leave a reply