বার্সেলোনা থেকে স্ট্রাইকার অবামেয়াংকে দলে নিয়েছে চেলসি। ১০ দশমিক ৩ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে অবামেয়াংকে দলে নিয়েছে প্রিমিয়ার লিগের এই দলটি। দুই বছরের চুক্তিতে তাকে দলে নিয়েছে ব্লুরা। যদিও গ্যাবনের এই স্ট্রাইকারের রিলিজ ক্লজ ছিল ৮৩ দশমিক ৪ মিলিয়ন।
মাত্র সাত মাসেই শেষ হলো এই ফরোয়ার্ডের বার্সেলোনা ক্যারিয়ার। গত মৌসুমের শীতকালীন দলবদলেই ন্যু ক্যাম্পে যোগ দিয়েছিলেন অবা। বার্সার হয়ে ২৩ ম্যাচে ১৩ গোল করেছেন এই স্ট্রাইকার।
চেলসিতে সবেমাত্র যোগ দিলেও পুরানো গুরুকেই পেয়েছেন অবামেয়াং। বর্তমান চেলসি কোচ টমাস টুখেলের অধীনে জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডে খেলছেন অবা। লন্ডনেও নতুন না তিনি। বার্সায় যোগ দেয়ার আগে লন্ডনের আরেক ক্লাব আর্সেনালে কাটিয়েছেন চার বছর। ব্লুদের ৯ নম্বর জার্সি দেয়া হয়েছে ৩৩ বছর বয়সী এই স্ট্রাইকারকে।
আরও পড়ুন: মেসি-রোনালদোকে ছাড়িয়ে নেইমারের রেকর্ড
অবামেয়াং বলেছেন, চেলসি দলের অংশ হতে পারা আমার জন্য সম্মানের। ম্যাচ খেলার জন্য আমার তর সইছে না। প্রিমিয়ার লিগে আমার না করা কিছু কাজ রয়ে গেছে। এখানে ফিরতে পেরে ভালোই হলো।
এদিকে, মিডফিল্ডের শক্তি বাড়াতে য়্যুভেন্টাস থেকে রক্ষণাত্মক মিডফিল্ডার দেনিস জাকারিয়াকেও ধারে দলে ভিড়িয়েছে চেলসি।
সূত্র: দ্য গার্ডিয়ান।
জেডআই/
Leave a reply