Site icon Jamuna Television

খবর পাঠ করতে গিয়ে মাছি গিলে ফেললেন উপস্থাপিকা, ভিডিও ভাইরাল

ছবি: সংগৃহীত

লাইভ চলাকালে হঠাৎ মুখের মধ্যে মাছি ঢুকে পড়ায় তা গিলে ফেলে পরিস্থিতি স্বাভাবিক করে আবারও খবর পাঠ করতে শুরু করেন এক সংবাদ পাঠিকা। ওই পাঠিকার নাম ফারাহ নাসের। তিনি কানাডার টরেন্টো ভিত্তিক একটি টেলিভিশনে সাংবাদিকতা করেন।

নারসিটি টরেন্টে’র এক প্রতিবেদনে বলা হয়, লাইভে মাছি গিলে ফেলার ভিডিওটি তিনি টুইটারে শেয়ার করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘শেয়ার করছি, কারণ আজকাল আমাদের সবার একটু হাসির দরকার! আমি আজ একটা মাছি গিলেছি!’

ভিডিওটি শেয়ার করতে না করতে তা ভাইরাল হয়ে যায়। এটি ইতোমধ্যে প্রায় ১ লাখ বার দেখা হয়েছে, লাইক পড়েছে দেড় হাজারের বেশি।

ফারাহ নাসের যখন সংবাদ পাঠ করছিলেন তখন পাকিস্তানের বন্যা পরিস্থিতি চিত্র দেখানো হচ্ছিল। এর মধ্যেই তাকে ভ্রুকুটি করতে দেখা যায়। এরপর একটু গলা পরিষ্কার করেই উপস্থাপনায় এমনভাবে ফেরেন, যেন কিছুই হয়নি!

/এনএএস

Exit mobile version