Site icon Jamuna Television

আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা মুশফিকের

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিম।

রোববার (৪ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক দীর্ঘ স্ট্যাটাস দিয়ে এ ঘোষণা দিয়েছেন মুশফিক। তবে বাকি দুই ফরম্যাট চালিয়ে যাবেন বলে জানিয়েছেন তিনি।

মুশফিক লিখেছেন, সবাইকে সালাম এবং শুভেচ্ছা। দীর্ঘ ক্রিকেট ক্যারিয়ারের যাত্রায় আমি আপনাদের সবাইকে পাশে পেয়েছি। ভালো এবং খারাপ দুই সময়েই আপনাদের অকুণ্ঠ সমর্থন আমার প্রেরণা। টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার থেকে আজ আমি অবসর নিচ্ছি। তবে বাংলাদেশের হয়ে টেস্ট এবং ওয়ানডে খেলা চালিয়ে যাবো। আশা করছি এই দুই ফরম্যাটে আমি আরও কিছু নিয়ে আসতে পারবো দেশের জন্য। তবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) সহ অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগে টি-টোয়েন্টি ফরম্যাটে খেলা চালিয়ে যাবেন বলেও জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, মুশফিক আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ১০২টি। ১১৫ স্ট্রাইকরেটে ১৯.৫০ গড়ে ১৫শ রান করেছেন তিনি।

আরও পড়ুন: লিজেন্ডস লিগে গৌতম গম্ভীরের দলে খেলবেন মাশরাফী

ইউএইচ/

Exit mobile version