ভয়াবহ দাবানলে পুড়ছে ক্যালিফোর্নিয়ার উত্তরাঞ্চল

|

ছবি: সংগৃহীত

ভয়াবহ দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার উত্তরাঞ্চল। এ ঘটনায় প্রায় সাড়ে ৭ হাজার বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে। উদ্ধারের সময় দগ্ধ হয়েছেন কমপক্ষে ২৩ জন। যাদের মধ্যে ২০ বাসিন্দাকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। খবর বার্তা সংস্থা এপির।

গেল শুক্রবার অঞ্চলটিতে দাবানলের সূত্রপাত হয়। মূলত কাঠ থেকে উৎপাদিত পণ্যের কারখানায় এ আগুনের সূত্রপাত হয়। সেখান থেকেই গোটা লোকালয় এবং প্রতিবেশী এলাকায়ও দাবানল ছড়িয়ে পড়ে।

রাজ্যটির ফায়ার ব্রিগেডকর্মীরা জানান, সাড়ে চার হাজার একরের বেশি এলাকাজুড়ে জ্বলছে আগুন। শতাধিক ঘরবাড়ি-স্থাপনা পুড়ে গেছে। পরিস্থিতি সামাল দিতে দুই শতাধিক কর্মী রাতদিন পরিশ্রম করে যাচ্ছেন। রাজ্যটিতে বর্তমানে ৩৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অনুভূত হচ্ছে।
আরও পড়ুন: ফের সহিংসতায় উত্তাল লিবিয়া
ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply