অনিয়মের অভিযোগে আটকে থাকা পরীক্ষার ফলাফলের দাবিতে মানববন্ধন

|

স্টাফ রিপোর্টার, যশোর:

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত অনার্স ২০১৭-১৮ শিক্ষাবর্ষের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের পরীক্ষার খাতায় অনিয়মের অভিযোগে ৪১ শিক্ষার্থীর ফলাফল না প্রকাশ করার প্রতিবাদে যশোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় যশোর প্রেসক্লাব সামনে তিন কলেজের শিক্ষার্থীর উদ্যোগে এ মানববন্ধন হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধনে শিক্ষার্থীরা জানান, সরকারি শহীদ মশিউর রহমান কলেজ, নাভারন ডিগ্রি কলেজ ও ডা. আফিল উদ্দিন কলেজের ৪১ শিক্ষার্থী একটি বিষয়ে পরিক্ষায় অংশগ্রহণ করেন।

ওই পরিক্ষার দিন কোনো ধরনের অনিয়ম বা পরীক্ষা শৃঙ্খলা বহির্ভূত কিছু ঘটেনি। তবু কর্তৃপক্ষ তাদের ফলাফল আটকে রেখেছে বলে অভিযোগ করেন তারা। শিক্ষার্থীরা বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সুষ্ঠ তদন্ত সাপেক্ষে সকল ছাত্র-ছাত্রীর রেজাল্ট প্রকাশ করা হোক, আমাদের দাবি।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply