স্টাফ করেসপনডেন্ট, হবিগঞ্জ:
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের খোয়াই নদীতে ভেসে আসা অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের কাছ থেকে ভারতের ড্রাইভিং লাইসেন্স পাওয়া গেছে। পুলিশের ধারণা, ভারত থেকে মরদেহটি ভেসে এসেছে ।
রোববার (৪ সেপ্টেম্বর) দুপুরে স্থানীয়রা মরদেহটি দেখে শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজরাতুন নাঈমকে জানান। পরে খবর পেয়ে রেলওয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
পুলিশ জানায়, নিহতের পকেটে একটি ভারতীয় ড্রাইভিং লাইসেন্স পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, ভারতের ত্রিপুরা থেকে খোয়াই নদী দিয়ে মরদেহটি ভেসে এসেছে। ওই ব্যক্তিকে হত্যা করে নদীর পানিতে ভাসিয়ে দেয়া হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ জানা যাবে।
এসজেড/
Leave a reply