কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়ার মিরপুরে ট্রেনে কাটা পড়ে দশম শ্রেণির দুই শিক্ষার্থী তরুণ-তরুণী নিহত হয়েছে। মিরপুর রেল ব্রিজের উপর আজ রোববার (৪ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩টায় খুলনাগামী রুপসা ট্রেনে কাটা পড়েন তারা। নিহতদের দেহ খণ্ড খণ্ড ও ছিন্নভিন্ন হয়ে গেছে।
পোড়াদহ রেলওয়ে পুলিশ থানার ওসি মনজের আলী এ খবর নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ঘটনাস্থলে রেল পুলিশের দল পাঠানো হয়েছে। তবে তারা দুর্ঘটনাবশত, নাকি আত্মহত্যা করেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হবে।
আরও পড়ুন: প্রেমিকের মা ও ভাই অপমান করায় স্কুলছাত্রীর আত্মহত্যা, এলাকাবাসীর বিক্ষোভ
নিহত তরুণের নাম নাঈম আলী (১৬)। সে মিরপুর বিজিবি স্কুলের দশম শ্রেণীর ছাত্র ও মিরপুরের নওপাড়ার মো. আজিম আলীর ছেলে। আর তরুণী ঋতু খাতুন (১৫) মিরপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্রী ও পাহাড়পুর গ্রামের রবিউল শাহ’র মেয়ে।
জেডআই/
Leave a reply