Site icon Jamuna Television

নোয়াখালী থেকে ১২০০ লিটার চোরাই তেল উদ্ধার

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া থেকে ১২০০ লিটার ডিজেল ও পাম অয়েল উদ্ধার করেছে কোস্টগার্ড। রোববার (৪ সেপ্টেম্বর) ভোর ৬টার দিকে উপজেলার নলচিরা ঘাট এলাকা থেকে এসব তেল জব্দ করা হয়।

কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. কে এম শফিউল কিঞ্জলকে বিষয়টি নিশ্চিত করে বলেন, রোববার ভোর ৬টার দিকে চোরাই ডিজেল ও পাম অয়েল পাচারের গোপন সংবাদে কোস্টগার্ড দক্ষিণ জোনের বিসিজি স্টেশন হাতিয়ার একটি দল অভিযান চালায়। অভিযানের বিষয়টি আচ করতে পেরে চোরাই ৮০০ লিটার ডিজেল ও ৪০০ লিটার পাম অয়েল রেখে পালিয়ে যায় তেল চোরাই চক্রটি। জব্দকৃত তেল উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।

এটিএম/

Exit mobile version