স্টাফ করেসপনডেন্ট, ব্রাহ্মণবাড়িয়া:
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থেকে তিন অপহরণকারীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (৩ সেপ্টেম্বর) রাতে উপজেলার ভলাকুট ইউনিয়নের ভলাকুট গ্রামের জালাল মিয়ার বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, ভলাকুট গ্রামের মৃত শিশু মিয়ার ছেলে মো. জালাল উদ্দিন (৪০), ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে মো. শাহিনুর (৩৪) ও একই এলাকার মৃত আবদুল মমিনের ছেলে আবদুর রাজ্জাক। এ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
রোববার বিকেলে জেলা গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে গণমাধ্যম কর্মীদের কাছে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ২ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার বিরাসার বাসস্ট্যান্ডের ব্যবসায়ী আলমগীর হোসেনকে প্রেমের ফাঁদে ফেলে মারিয়ার মা নামক এক নারী ও তার ৫-৬ জন সহযোগী পৌর এলাকার পশ্চিম মেড্ডা পীরবাড়ি থেকে কৌশলে অপহরণ করে নাসিরনগর উপজেলার ভলাকুট ইউনিয়নের ভলাকুট গ্রামের জালাল মিয়ার বাড়িতে নিয়ে যায়। পরে ব্যবসায়ী আলমগীরকে আটকে রেখে প্রতারক চক্র তার কাছ থেকে নগদ ১০ হাজার ও বিকাশের মাধ্যমে আরও ৯০ হাজার টাকাসহ মোট ১ লাখ টাকা ও আলমগীরের ব্যবহৃত একটি মোবাইল ফোন সেট রেখে ছেড়ে দেয়।
এ ঘটনায় আলমগীর হোসেন ৩ সেপ্টেম্বর শনিবার জেলা গোয়েন্দা পুলিশের মাধ্যমে একটি মামলা দায়ের করেন। গোয়েন্দা পুলিশ নাসিরনগর থানা পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে ভলাকুট গ্রাম থেকে শনিবার রাতে তিন অপহরণকারীকে গ্রেফতার করে এবং তাদের কাছ থেকে ব্যবসায়ী আলমগীরের কাছ থেকে বিকাশের মাধ্যমে নেয়া ৯০ হাজার টাকা উদ্ধার করে।
এ ব্যাপারে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন শাহ বলেন, এরা পেশাদার প্রতারক। জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তারা দীর্ঘদিন ধরে প্রেমের ফাঁদে ফেলে লোকজনকে অপহরণ করে বিকাশের মাধ্যমে টাকা আদায় করে আসছিলো। তাদের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
এটিএম/
Leave a reply