উদ্বোধনের পর গভীর রাতে বঙ্গমাতা সেতুতে নামাজ পড়লেন পরিবহন মালিক নেতা, ছবি ভাইরাল

|

পিরোজপুর প্রতিনিধি:

রোববার (৪ সেপ্টেম্বর) বেলা ১২ টায় প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক উদ্বোধনের পরে রাত ১২টা ১ মিনিটে যান চলাচল শুরু হয় বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব ৮ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুতে। সেতুতে প্রথম টোল দিয়ে গাড়ি নিয়ে পার হন  মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী।

এরপরই সেতুতে উঠে মাঝ বরাবর দাঁড়িয়ে নামাজ আদায় করতে দেখা যায় পিরোজপুর জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সভাপতি জসিম উদ্দিন খানকে। সেতুতে নামাজ আদায়ের ছবি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। জসিম উদ্দিন খানের সাথে থাকা লোকজন তাদের আইডি থেকে এ ছবি আপলোড দিলে সকলের নজরে আসে।

এ বিষয় সামাজিক যোগাযোগমাধ্যমে তারা লেখেন, ‘ধন্যবাদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, পিরোজপুর কচা নদীর ওপর বেগম ফজিলাতুন্নেছা মুজিব সেতু উপহার দেয়ায় দুই রাকাত নফল নামাজ পরে শুকরিয়া আদায় করেন আওয়ামী লীগ নেতা পিরোজপুর জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সভাপতি আলহাজ্ব জসিম উদ্দিন খান।’

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply