আজ নতুন প্রধানমন্ত্রী পাচ্ছে যুক্তরাজ্য

|

ছবি: সংগৃহীত

আজই নির্ধারিত হবে কে হবেন যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী। সোমবার ঘোষণা করা হবে কনজারভেটিভ পার্টির ভোটাভুটিতে বিজয়ীর নাম। বিজয়ী মঙ্গলবার প্রধানমন্ত্রীর দায়িত্ব নেবেন। খবর বিবিসির।

জরিপ বলছে, ঋষি সুনাককে পেছনে ফেলে প্রধানমন্ত্রী নির্বাচনের দৌড়ে এগিয়ে রয়েছেন লিজ ট্রাস। লন্ডনে কিউ-ই-টু কনফারেন্স সেন্টারে স্থানীয় সময় দুপুরে নির্ধারিত হবে দুই নেতার ভাগ্য। মঙ্গলবার নবনির্বাচিত প্রধানমন্ত্রী ও বিদায়ী প্রধানমন্ত্রী বরিস জনসন সাক্ষাৎ করবেন রানীর সাথে। সেখানে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে হবে ক্ষমতার পালাবদল।

টোরি সদস্যদের ধাপে ধাপে ভোটাভুটির মধ্য দিয়ে চূড়ান্ত দুই প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন ঋষি সুনাক ও লিজ ট্রাস। শুরুতে ভারতীয় বংশোদ্ভূত ঋষি এগিয়ে থাকলেও সম্প্রতি টোরিদের আস্থা অর্জন করেন লিজ। পরাজয় মেনে নেয়ার সংকেতও দিয়েছেন ঋষি।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply