কাল শ্রীলঙ্কার মুখোমুখি ভারত, জয়ের বিকল্প নেই রোহিতদের

|

ছবি: সংগৃহীত

এশিয়া কাপে আগামীকাল (৬ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সুপার ফোরের তৃতীয় ম্যাচে মুখোমুখি হবে ভারত-শ্রীলঙ্কা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।

সুপার ফোরের প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৪ উইকেটে হারিয়ে টেবিলের শীর্ষে আছে লঙ্কানরা। অপরদিকে, পাকিস্তানের কাছে ৫ উইকেটে হেরে ৩ নম্বর পজিশনে আছে ভারত। টুর্নামেন্টে টিকে থাকতে হলে মঙ্গলবারের ম্যাচে জয়ের বিকল্প নেই টিম ইন্ডিয়ার। একাদশ নিয়ে পরীক্ষানিরীক্ষার এ পর্যায়ে রবীন্দ্র জাদেজাকে হারানোর সাথে পেস অ্যাটাক নিয়েও নতুন করে কিছুটা যেন ভাবতে হবে রোহিত শর্মাদের। তবে টপ অর্ডারে পাওয়ার প্লের ব্যবহারে দারুণ দক্ষতার পরিচয় দিয়েছে লোকেশ রাহুল-রাহুল শর্মার উদ্বোধনী জুটি।

অন্যদিকে, ভারতকে হারিয়ে ফাইনালের পথ সুগম করতে চায় লঙ্কানরা। বাংলাদেশ ও আফগানিস্তানের সাথে টানা দুই জয়ে বেশ উজ্জীবিত দাসুন শানাকার দল। দলীয় প্রচেষ্টার প্রতিফলন হিসেবে ভারতকে এ ম্যাচে হারানোর ব্যাপারেও তাই পিছিয়ে থাকবে না লঙ্কানরা। ১ ম্যাচে ১ জয় নিয়ে পয়েন্ট টেবিলে পাকিস্তানের অবস্থান দ্বিতীয়। শ্রীলঙ্কার কাছে প্রথম ম্যাচে হেরে টেবিলের তলানীতে আছে আফগানিস্তান।

আরও পড়ুন: আর্শদ্বীপের ক্যাচ মিসই কি ম্যাচের টার্নিং পয়েন্ট, যা বললেন বিশ্লেষকরা

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply