কানাডায় ছুরি হামলা: সন্দেহভাজন একজনের মরদেহ উদ্ধার

|

ছবি: সংগৃহীত

কানাডার সাসকাচুয়ান প্রদেশে ছুরি নিয়ে হামলার ঘটনায় সন্দেহভাজন একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো সন্ধান মেলেনি অপর আততায়ীর। সোমবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে দেশটির পুলিশ। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

পুলিশ জানায়, স্থানীয় সময় সকাল সাড়ে ১১টার দিকে ক্রি নেশনে একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। পরে নিশ্চিত হয় সেটি ৩১ বছর বয়সী ডেমিয়েন স্যান্ডারসনের মরদেহ। বেশকিছু আঘাতের চিহ্ন ছিল তার শরীরে। রোববারের হামলার ঘটনায় জড়িত সন্দেহভাজন অপর ব্যক্তি মাইলি স্যান্ডারসনই হত্যা করেছে ভাই ডেমিয়েনকেও। মাইলির সন্ধানে চলছে তল্লাশি অভিযান। তিনি রেজিনা শহরে আছেন বলে ধারণা পুলিশের।

৩০ বছর বয়সী মাইলির বিরুদ্ধে আগেও একাধিক অপরাধের রেকর্ড রয়েছে। রোববার সাসকাচুয়ান প্রদেশের একাধিক স্থানে দুই আততায়ীর ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ১০ জন। আহত হয়েছেন আরও ১৮ জন। এ ঘটনায় আশপাশের এলাকাগুলোয় জারি করা হয়েছে সতর্কতা।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply