ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত ফিলিস্তিনি যুবকের জানাজাকে কেন্দ্র করে সহিংসতা

|

ছবি: সংগৃহীত

ইসরায়েলি বাহিনীর অভিযানে নিহত ফিলিস্তিনি এক যুবকের জানাজাকে কেন্দ্র করে ছড়ালো সহিংসতা। সোমবার মরদেহ নিয়ে মিছিল করতে গেলে তাতে বাধা দেয় ইহুদি সেনাবহর। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

খবরে বলা হয়, জেনিনের রাস্তায় শোক-মিছিলের পর কাবাত্বিয়া এলাকার গোরস্থানে যাচ্ছিলেন ফিলিস্তিনিরা। এ সময় ইসরায়েলি বাহিনীর সাথে সংঘাত বাধে।

গত রোববার দখলকৃত পশ্চিমতীরে চিরুনি অভিযান চালায় ইসরায়েলি সেনাবাহিনী। এ সময় সশস্ত্র সংগঠন ইসলামিক জিহাদের সদস্য হিসেবে কমপক্ষে পাঁচজনকে গ্রেফতার করা হয়। গোলাগুলিতে প্রাণ হারান ওই ফিলিস্তিনি। একই সাথে সংঘাতে আহত হয় চার ইহুদি সেনাসদস্য।

ইসরায়েলের অভিযোগ, নিরাপত্তা বহরের ওপর হামলা চালানোর কারণেই প্রতিরোধ গড়ে তুলতে বাধ্য হয়েছেন তারা। চলতি বছর ইসরায়েলি আগ্রাসনে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৯৭ ফিলিস্তিনি।
আরও পড়ুন: চীনে শক্তিশালী ভূমিকম্প: নিহতের সংখ্যা বেড়ে ৪৬
ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply