Site icon Jamuna Television

আজও রাজধানী ছাড়ছেন ঘরমুখো মানুষ

ঈদের ছুটির শেষ দিনেও রাজধানী ছাড়ছেন অনেকে। সকালে সদরঘাট লঞ্চ টার্মিনালে ছিল ঘরমুখো মানুষের ভিড়। একই সঙ্গে কমলাপুর রেলস্টেশনেও ছিল ঘরে ফেরা মানুষের ভীড়।

তারা সবাই চাঁদপুর, শরিয়তপুর, ভোলাসহ দক্ষিণবঙ্গের বিভিন্ন অঞ্চলে যাবেন। ঈদে ঘরমুখো মানুষের ব্যাপক চাপ, অতিরিক্ত ভাড়া আর কর্মক্ষেত্র থেকে ছুটি না পাওয়ার কারণে আজ ঢাকা ছাড়ছেন বলে জানান যাত্রীরা। সকাল থেকে ঘরমুখো যাত্রীর চাপ লক্ষ্য করা গেলেও সদরঘাটে ঢাকামুখী মানুষের সংখ্যা ছিল খুবই কম। ঈদের পরদিন হলেও কিছু কিছু রুটে অতিরিক্ত যাত্রীর চাপের জন্য দুর্ভোগ পোহাতে হচ্ছে বলেও জানান যাত্রীরা।

Exit mobile version