আবারও সামরিক সক্ষমতা দেখালো তাইওয়ান

|

ছবি: সংগৃহীত

চীনের সাথে উত্তেজনার মধ্যে আবারও সামরিক সক্ষমতা দেখালো তাইওয়ান। মঙ্গলবার দুর্গম পার্বত্য এলাকায় চালানো হয় রাত্রিকালীন মহড়া। ধারাবাহিক সামরিক অনুশীলনের অংশ হিসেবে এই পদক্ষেপ বলে জানিয়েছে তাইপে। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

দক্ষিণাঞ্চলীয় পিংটাং কাউন্টিতে রাতের আঁধারে গোলা ছোড়া হয় ট্যাংক থেকে। ঝালিয়ে নেয়া হয় হেলিকপ্টার, ড্রোনের সক্ষমতা। অঞ্চলটিতে প্রতিবছরই এই সময়ে সামরিক শক্তিমত্তার পরীক্ষা চালায় তাইওয়ান। তবে চীনের সাম্প্রতিক হুমকির কারণে বিশেষ গুরুত্ব পাচ্ছে এবারের মহড়া।

মঙ্গলবার এক বিবৃতিতে তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং ওয়েন বলেন, আগের চেয়ে আরও শক্তিশালী হয়েছে তাদের সেনাবাহিনী। সম্প্রতি যুক্তরাষ্ট্রের সাথে যৌথ সামরিক মহড়ায় অংশ নেয় চীনও। গত মাসে মার্কিন কংগ্রেস স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফর ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে অঞ্চলটির রাজনীতি।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply