তীব্র তাপদাহে রেকর্ড পরিমাণ বিদ্যুৎ চাহিদা ক্যালিফোর্নিয়ায়

|

ছবি: সংগৃহীত

তীব্র তাপদাহে রেকর্ড পরিমাণ বিদ্যুৎ চাহিদা ক্যালিফোর্নিয়াবাসীর। গরমে নাজেহাল স্বাভাবিক জনজীবন। গরমের তীব্রতায় বেড়েছে বিদ্যুতের ব্যবহার। বাসিন্দাদের বিদ্যুৎ সাশ্রয়ের অনুরোধ করেছে কর্তৃপক্ষ। প্রায়ই লোডশেডিং ঘটবে বলে সতর্ক করেন তারা। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

ক্যালিফোর্নিয়া বিদ্যুৎ বোর্ড জানায়, মঙ্গলবার বিকেলে ৫১ হাজার মেগাওয়াট বিদ্যুৎ চাহিদা রেকর্ড করলো। স্বস্তির খোঁজে সমুদ্রে সময় কাটাচ্ছে অনেকেই। তীব্র তাপদাহে রাজ্যের বিভিন্ন স্থানে আগুন লাগার ঘটনা বাড়ছেই। হাজার হাজার ফায়ার বিগ্রেডকর্মী দিনরাত কাজ করে যাচ্ছে বলেও জানায় কর্তৃপক্ষ।

গভর্নরের কার্যালয় গত সপ্তাহে এক টুইট বার্তায় জানিয়েছে, বিদ্যুৎ উৎপাদন বাড়াতে এবং চাহিদা কমাতে আমরা জরুরি অবস্থা ঘোষণা করেছি। যেহেতু আমরা তাৎক্ষণিক সঙ্কট মোকাবেলা করি, আমাদের অবশ্যই জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমাতে হবে, যা জলবায়ুকে ধ্বংস করে।

বিশেষজ্ঞরা জানান, গত ৩০ বছরে উষ্ণতা বেড়েছে। সামনের দিনেও উষ্ণতা বাড়তে থাকবে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply