Site icon Jamuna Television

স্বামী করছিলেন বিষপান, স্ত্রী কেড়ে নিয়ে সবটুকু খেয়ে ফেললেন

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের কালীগঞ্জে একই বোতলের বিষপানে স্বামী ও স্ত্রী আত্নহত্যার চেষ্টা চালিয়েছে। বুধবার (৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার বানুড়িয়া গ্রামে তাদের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

তারা হলেন, উপজেলার বানুড়িয়া গ্রামের মিন্টু শেখের ছেলে রিপন হোসেন (৩৫) ও তার স্ত্রী রিয়া বেগম (৩০)। এই দম্পতিকে কালীগঞ্জ হাসপাতালে ভর্তির পর স্বামী আশঙ্কামুক্ত হলেও স্ত্রীর অবস্থা সংকটাপন্ন।

স্থানীয় ও প্রতিবেশী সাজ্জাত হোসেন জানান, গত ১ বছর আগে প্রেমের সম্পর্ক করে যশোর ফতেপুর গ্রামের রিয়া বেগমের সাথে রিপনের বিয়ে হয়। কিন্তু এখন পর্যন্ত তাদের বিয়ের বিষয়টি কনে পক্ষ মেনে নেয়নি। এ নিয়ে রিপনের পরিবারে মনোমালিন্য চলছিল। এছাড়াও সংসারে অভাবসহ নানা পারিবারিক কলহে বুধবার সকালে নিজ বাড়িতে স্ত্রীর সামনেই রিপন বিষপান করছিল। এ সময় তার স্ত্রী রিয়া ওই বিষের বোতলটি কেড়ে নিয়ে বোতলে থাকা বাকি সব বিষ খেয়ে ফেলে। এরপর স্বামী-স্ত্রীর চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা জানায়, বিষপানে হাসপাতালে ভর্তি স্বামী আশঙ্কামুক্ত হলেও স্ত্রীর অবস্থা সংকটাপন্ন।

কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ আব্দুর রহিম মোল্ল্যা জানান, এ ব্যাপারে থানায় কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে তদন্তের মাধ্যমে আইনি ব্যবস্থা নেয়া হবে।

এটিএম/

Exit mobile version