Site icon Jamuna Television

গাজীপুরে নির্মাণাধীন ভবনে পানির হাউজ থেকে শিশুর লাশ উদ্ধার

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরে একটি নির্মাণাধীন ভবনে পানির হাউজ থেকে হামিদুল (৫) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত হামিদুল মুন্সিগঞ্জ জেলার সদর থানার দেওয়াকান্দী গ্রামের আবেদ আলীর ছেলে।

পুলিশ জানায়, কোনাবাড়ীর জরুন এলাকায় মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) বিকেলে হামিদুল নামের এক শিশু বাসা থেকে খেলা করতে গিয়ে নিখোঁজ হয়। আশেপাশে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি। পরে বুধবার (৭ সেপ্টেম্বর) সকালে স্থানীয়রা ওই এলাকার হাবিবের নির্মাণাধীন ভবনের হাউজের ভেতর শিশুটির লাশ ভেসে উঠতে দেখে পরিবারকে খবর দেয়। পরে পরিবার এসে লাশটি উদ্ধার করে।

এনিয়ে কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ আবু সিদ্দিক জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এসজেড/

Exit mobile version